জাতীয় সংবাদ

ইবিতে ‘পশ্চিম ইউরোপের প্রাচ্যবাদ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে ‘পশ্চিম ইউরোপের প্রাচ্যবাদ’ (Orientalism in the West Europe) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে মঙ্গলবার (২৯ শে অক্টোবর) এ সেমিনার আনুষ্ঠিত হয়। সেমিনারে মূল আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপনা করেছেন প্রফেসর ড. মো. ইকবাল হোসাইন।

প্রাচ্যবিদরা ইসলাম চর্চা করে মুসলমানদেরকে কিভাবে বিশ্বের বুকে কোণঠাসা করে রাখার অভিপ্রায় চালিয়ে যাচ্ছে, তা তুলে ধরে তিনি বলেন, ‘প্রাচ্যবাদ’ হলো পাশ্চাত্য গবেষকদের প্রাচ্যকে জানার, আবিষ্কার করার এবং এই বিষয়ে জ্ঞান চর্চা করার একটি বিশেষ ধারা ।

ড. ইকবাল হোছাইন এ আলোচনায় প্রাচ্য তত্ত্বের ইতিহাস, প্রাচ্যবিদদের শিক্ষা পদ্ধতি, প্রাচ্যতত্ত্ব উদ্ভবের নেপথ্যের কারণ এবং মুসলিম বিশ্বে প্রাচ্যতত্ত্বের প্রভাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। এছাড়া প্রাচ্যবিদরা মুসলমানদের বিরুদ্ধে যে সুগভীর ষড়যন্ত্র করতেছে, তা থেকে উত্তরণের উপায়ও তুলে ধরেন তিনি। উক্ত সেমিনারের সভাপতিত্ব করেন দাওয়াহ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান ।

Comment

লেখক পরিচিতি

আব্দুর রহমান রাশেদ

আমি আব্দুর রহমান রাশেদ। জন্ম গাজীপুরের বোর্ড বাজারে। বাবা আলেম না হলে ও সন্তানদেরকে আলেম বানানোই তাঁর জল্পনা-কল্পনা। সেই হিসেবে আমাকে ভর্তি করালেন মাদ্রাসায়। চার-পাঁচ বছর বয়সেই সকালবেলা মকতবে আসা যাওয়ার মধ্য দিয়ে শুরু হয় আমার প্রাথমিক শিক্ষা।
কোরআন শরীফ নাযেরা করেছি বাসার পাশের "বাইতুস সফীর আল ইসলামিয়া "মাদ্রাসায়। দীর্ঘ পাঁচ বছরে এই মাদ্রাসা থেকেই হিফজ সমাপণ করি এবং ২০১২সালে উত্তরা সেন্টার থেকে বেফাক বোর্ডের অধীনে হিফজ পরিক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করি। ঐ বছরেই পাড়ি জমাই রাজধানী ঢাকার খিলগাঁওয়ে অবস্থিত জামিআ ইকরা বাংলাদেশে। এখানে মীযান জামাত থেকে শুরু করে দাওরায়ে হাদীস (মাস্টার্স) শেষ করেছি।
২০১৯ সালে আল হাইয়াতুল উলয়া লিল জামিআতিল কওমীয়া বংলাদেশের অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীস পরিক্ষায় মুমতায বিভাগে উত্তীর্ণ হয়েছি। বর্তমানে আদব বিভাগে অধ্যায়নরত আছি উক্ত মাদ্রাসায়।