বেসিক ইসলাম হাদিস

মাত্র ৬টি কাজ করলেই মিলবে সুনিশ্চিত জান্নাত

রাসুল (সা.) মুসলিম উম্মাহকে ৬টি দায়িত্ব গ্রহণ বা ৬টি কাজ করার সাপেক্ষে সুনিশ্চত জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কী সেই দায়িত্ব? কা কী সেই কাজ? যারা রাসুল (সা.) ঘোষিত ৬টি দায়িত্ব বা কাজ সুসম্পন্ন করবেন, তিনি তাদের জন্য সুনিশ্চিত জান্নাতের ব্যবস্থা করবেন। সহিহ হাদিসে এসেছে- হজরত উবাদাহ ইবনে সামিত (রা.) বর্ণনা করেন রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমাদের নিজেদের পক্ষ থেকে আমার জন্য ৬টি বিষয়ের দায়িত্ব গ্রহণ করো বা ৬টি কাজ সঠিকভাবে আঞ্জাম দাও, আমিও তোমাদের জান্নাতের ব্যবস্থা করার দায়িত্ব গ্রহণ করবো, ইনশা আল্লাহ।

৬টি দায়িত্ব বা কাজ হলো- ১. যখন তোমরা কথা বলবে সত্য বলবে। ২. যখন ওয়াদা করবে, অবশ্যই তা পূরণ করবে। ৩. যখন আমানত রাখবে, অবশ্যই তা খেয়ানত করবে না। ৪ তোমাদের লজ্জাস্থানের পবিত্রতা অবশ্যই রক্ষা করবে। ৫. তোমাদের দৃষ্টি অবনত রাখবে এবং ৬. তোমাদের হাত সব ধরণের ক্ষতিকর কাজ থেকে বিরত রাখবে।’ (বায়হাকি)

রাসুল (সা.) ঘোষিত উল্লেখিত কাজগুলো দ্বীনের ছোট ছোট নসিহত। ইচ্ছা করলেই যে কেউ এ নসিহত অনুযায়ী জীবন সাজাতে পারেন বা এসব দায়িত্ব পালন করতে পারেন। বিনিময়ে লাভ করতে পারে পরকালের সীমাহীন জীবনের সফলতা।

Comment

লেখক পরিচিতি

ওয়ালি উল্লাহ সিরাজ

ওয়ালি উল্লাহ সিরাজ। তরুণ লেখক। আলেম ও গবেষক। দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজপোর্টালে লিখছেন। কাজ করেছেন সুনামধন্য কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে।
বর্তমানে এই তরুণ লেখক আমাদের সময়.কম অনলাইন নিউজ পোর্টালের সহ-সম্পাদক হিসেবে কাজ করছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ইসলামি বিভাগের।