ফিচার বই

রাসুলের (সা.) সুন্নাতের অনন্য সঙ্কলনগ্রন্থ মুআল্লিমুস সুন্নাহ

মুসলমানদের এতো অধ:পতনের কারণ হলো, রাসুলে আকরাম (সা.) -এর সুন্নাত থেকে ক্রমশ দূরে সরে যাওয়া। জীবনের প্রতিটি ধাপে ধাপে রাসুলের (সা.) সুন্নাতের অনুসরণ না করে নানাবিধ জীবন ব্যবস্থাকে আদর্শ হিসেবে গ্রহণ করা। আরো পরিতাপের বিষয় হলো, বাংলা ভাষায় বহু ইসলামী গ্রন্থ রচিত হলেও দৈনন্দিন জীবনের সুন্নাতগুলোকে একত্রিত করে নির্ভযোগ্য কোনো বই-পুস্তকও তেমন একটা পাওয়া যায় না। এসব বিষয়ের প্রতি লক্ষ্য রেখে জামিয়া ইসলামিয়া টেকনাফের শাইখুল হাদীস ও প্রধান পরিচালক, ফকীহুল মিল্লাত (রহ.) -এর বিশিষ্ট খলীফা, কক্সবাজারের সর্বজনশ্রদ্ধেয় মুরব্বী মাওলানা মুফতি কিফায়তুল্লাহ শফীক দৈনন্দিন জীবনের ৬টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ৬টি বই রচনা করেছেন। রাব্বে কারিম শাইখকে উত্তম জাযা দান করুন। আমিন।

বইগুলোর সামগ্রিক নাম দেয়া হয়েছে— معلم السنة  মুআল্লিমুস সুন্নাহ। খণ্ডভিত্তিক গ্রন্থের বিষয়বস্তু হলো— ১. প্রথম খণ্ড—অজু-গোসল ও আজান-ইকামতের সুন্নাত। ২. দ্বিতীয়খণ্ড— নামাজের সুন্নাত। ৩. তৃতীয় খণ্ড— দুআ ও জুমাবারের সুন্নাত। ৪. চতুর্থ খণ্ড— প্রস্রাব-পায়খানা, পানাহার ও ঘুমানোর সুন্নাত। ৫. পঞ্চম খণ্ড— বিবাহের সুন্নাত। ৬. ষষ্ঠ খণ্ড— মায়্যিত বা মৃত ব্যাক্তির দাফন-কাফনের সুন্নাত।

মুআল্লিমুস সুন্নাহ গ্রন্থটির অনন্য একটি বৈশিষ্ট হলো— প্রত্যেকটি সুন্নাতকে দলিলসহকারে উপস্থাপন করা হয়েছে এতে। যা বিশেষ ব্যক্তিত্ব ও সর্বসাধরণের মাঝে সমানভাবে গুরুত্ব বহন করবে বলে আশা করা যায়। সবখণ্ডগুলোই গুরুত্বপূর্ণ। প্রত্যেক মুসলমানের এই বইগুলো সংগ্রহ করা উচিত এবং সুন্নাতগুলো জেনে আমল করতে চেষ্টা করা উচিত। বইগুলো প্রকাশ করেছে আল্লামা শফীক আহমদ ফাউন্ডেশন। ৬টি বইয়ের একত্রে মূল্য ২৫০ টাকা মাত্র ৷ মুদ্রিত মূল্য ৪৫০ টাকা ৷ প্রাপ্তিস্থান- ১. জামিয়া ইসলামিয়া টেকনাফ, কক্সবাজার। যোগাযোগ করতে পারেন 01879313632 এই নাম্বারে।  ২. ইসলামিক রিসার্চ সেন্টার, সমিতিপাড়া, কক্সবাজার। যোগাযোগ করতে পারেন 01815-808848 এই নাম্বারে। দেশের যেকোনো প্রান্ত থেকে মোবাইলে যোগাযোগ করে নেয়ার ব্যাবস্থা রয়েছে। রাব্বে কারিম আমাদের সবাইকে জীবনের প্রতিটি ক্ষেত্র রাসুল (সা.) -এর সুন্নাতের উপর আমল করার তাওফিক দান করুন। আমিন।

Comment

লেখক পরিচিতি

মুফতি রহিমুল্লাহ শরীফ

রহিমুল্লাহ শরীফ ৷ জন্ম বাংলাদেশের দক্ষিণ সীমান্ত উপজেলা টেকনাফ পৈরসভাস্থ খানকার পাড়ায়৷ প্রাথমিক পড়ালেখা পাড়ার মকতবে। এরপর টেকনাফ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় হয়ে জামেয়া ইসলামিয়া টেকনাফের হিফজ বিভাগে ৷ হিফজ সমাপ্ত করে হেদায়তুন্নাহু জামাত পর্যন্ত টেকনাফ জামেয়ায় ৷ এরপর ২০০৯ সালে দেশের অন্যতম দ্বীনি প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া পটিয়া ভর্তি ৷ কাফিয়া জামাত থেকে দাওরা সমাপনি পর্যন্ত জামেয়া পটিয়ায় ৷ ২০১৪/২০১৫ শিক্ষাবর্ষে পটিয়া থেকে মুমতাজ পেয়ে দাওরায়ে হাদিস পাশ করেন।
দাওরায়ে হাদিস শেষ করে ভর্তি হন ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরায় ৷ মুমতাজ দরজা পেয়ে সমাপ্ত করেন ইফতা। বর্তমানে কর্মরত আছেন কক্সবাজার ইলামিক রিসার্চ সেন্টারে মুদাররিস হিসেবে। এর মাঝেই আমি দাখিল, আলিম ও ফাজিল সম্পন্ন করেছেন।