আন্তর্জাতিক সংবাদ

কুরআন তিলাওয়াত শুনলেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন

ব্রিটেনের ডাচেস অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন পাঁচ দিনের সফরে পাকিস্তান গেছেন। সোমবার সন্ধ্যায় তাদের বহনকারী বিমান রাওয়ালপিন্ডির বিমান ঘাঁটিতে অবতরণ করে। মঙ্গলবার তারা দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করেন। ইমরান খান তাদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন।

পাকিস্তান সফরকালে তারা স্থানীয় বাদশাহী মসজিদ পরিদর্শন করেন। এ সময় এই রাজকীয় দম্পত্তিকে মসজিদটির ইমাম রিসিভ করেন। মসজিদ পরিদর্শনকালে কেট মিডলটনকে পাকিস্তানি মুসলিম নারীদের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত অবস্থায় দেখা গেছে।



প্রিন্স উইলিয়াম দম্পতি সেখানে পবিত্র কুরআনের তিলাওয়াত শোনেন। তিলাওয়াত শোনার সময় প্রিন্স উইলিয়াম কালোর রঙের টাইয়ের সাথে ক্রিম কালারের একটি সুট পরে ছিলেন। তার স্ত্রী কেটও তার পাশে বসা ছিলেন।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হবার পর ব্রিটেনের অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক তৈরির পদক্ষেপের অংশ হিসেবেই এ সফর করছেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন।

Comment

লেখক পরিচিতি

জাহিদ হাসান মিলু

আমি জাহিদ। সরকাারি কাগজপত্রের জাহিদুল ইসলাম থেকে বেসরকারি কাগজপত্রে জাহিদ হাসান মিলু- নামের এই বিচিত্র পরিবর্তনের পেছনে একটা মিষ্টি গল্প আছে।
জন্মেছি গোপালগঞ্জ জেলার অখ্যাত গ্রাম প্রশন্নপুরে, ১৯৯৬ সালের ডিসেম্বরে। কী এক বিশেষ কারণে যেন কাগজকলমে বয়েস কমিয়ে আমাকে আরও তিনবছরের ছোটো করে রাখা হয়েছে। বাবা মা দুজনেই অক্ষর না শিখেও আমার জীবনের শ্রেষ্ঠতম স্বাক্ষর হয়ে আছেন।
অবুঝ বয়েসে পারিবারিক স্বপ্নের কারণে ভর্তি হতে পেরেছিলাম মাদ্রাসায় , আলহামদুল্লিলাহ। জীবনের সবথেকে বড় পারিবারিক গিফ্ট ছিল এটা আমার জন্য। কুরআন পড়তে শিখলাম, মুখস্থ করতে পারলাম। অর্থ জানলাম এবং ব্যাখ্যাও পড়লাম।
আমাদের পাড়ার মাদ্রাসা কুলিয়ার ভিটায় পড়ার সময় ধর্মের প্রতি আমাদের ভেতরে যে বীজটা রোপিত হয়েছিল, সেটা ডালাপাল মেলে খোলা হাওয়ায় বেড়ে ওঠার সুযোগ পায় প্রাণের প্রতিষ্ঠান এরাবিল মডেল মাদ্রাসায়। তারপর? তারপর আর কি- এখন পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগে।
দায়ী হওয়ার স্বপ্ন আমার সবথেকে বড় স্বপ্ন। স্বপ্নটি পূরণ করতেই পড়ছি, শুনছি, দেখছি, শিখছি এবং অপেক্ষা করছি।