প্রশ্ন-উত্তর বেসিক ইসলাম রোজা

বিনিময় দিয়ে কাউকে ইতিকাফে বসানো ঠিক হবে কি?

প্রশ্ন : আমাদের এলাকায় এক রমজানে ইতিকাফের জন্য কোনো লোক পাওয়া যাচ্ছিল না। অবশেষে মহল্লাবাসী মিলে একজন দিনমজুরকে ঠিক করল যে তিনি মসজিদে ইতিকাফ করবেন। বিনিময়ে তাঁকে ওই দিনগুলোয় কাজ করলে যে পরিমাণ মজুরি সে পেতেন, তা দেওয়া হবে। প্রশ্ন হচ্ছে, এভাবে টাকা দিয়ে ইতিকাফে বসানোর দ্বারা দায়িত্ব আদায় হবে কি না?

উত্তর : বিনিময় নিয়ে ইতিকাফ করা বা করানো সম্পূর্ণ নাজায়েজ। কারণ ইতিকাফ একটি ইবাদত। আর ইবাদতের বিনিময় দেওয়া-নেওয়া নাজায়েজ। ওই লোকের ইতিকাফ দ্বারা সুন্নতে মুয়াক্কাদার (কেফায়া) দায়িত্ব আদায় হবে না।

[তথ্যসূত্র : জামে তিরমিজি ১/৫১; তাবয়ীনুল হাকায়েক ৬/১১৭; বাদায়েউস সানায়ে ২/৪৪; মাবসূত, সারাখসী ১৬/৩৭; খুলাসাতুল ফাতাওয়া ৩/১১৪; ফাতাওয়া খানিয়া ২/৩২৫; ফাতাওয়া বাযযাযিয়া ৫/৩৭]

সৌজন্যে : মাসিক আল-কাউসার


 

Comment

লেখক পরিচিতি

ইসলাম প্রতিদিন

ইসলাম প্রতিদিন- এটি ইসলাম প্রতিদিন.কমের একটি অফিসিয়াল আইডি। যাদের নামে ইসলাম প্রতিদিনে কোনো আইডি নেই, আমরা সাধারণত এই আইডির মাধ্যমে তাদের লেখাগুলো ইসলাম প্রতিদিন.কমে প্রকাশ করে থাকি।