গবেষণা

২০৭০ সাল নাগাদ ইসলাম হবে পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম 

লিখেছেন সাজ্জাদ আকবর

মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে-২০৭০ সালের মধ্যে ইসলাম হবে পৃথিবীর  সবচেয়ে বেশি মানুষের ধর্ম।  বিভিন্ন ধর্মের ভবিষ্যত নিয়ে গবেষণার এক পর্যায়ে ২০১৭ সালে প্রথম  এ রিপোর্ট প্রকাশ করা হয়।এর আগে ২০১০ সালে সারা বিশ্বে মোট ২১৭ কোটি মানুষ খ্রিষ্ট ধর্ম অনুসরণ করতো৷ তারপরই ছিল ইসলাম ধর্মের অনুসারীরা৷ তখন বিশ্বে মোট ১৬০ কোটি ইসলাম ধর্মাবলম্বী ছিল৷ কিন্তু পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদন বলছে, ৫ দশক পর অর্থাৎ ২০৭০ সালের মধ্যে খ্রিস্ট  ধর্মাবলম্বীদের পিছনে ফেলে সংখ্যায় সবচেয়ে বেশি হয়ে যাবে মুসলমান৷ প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১০ সালে পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম জনগোষ্ঠী বাস করতো ইন্দোনেশিয়ায়। কিন্তু ২০৫০সালে ইন্দোনেশিয়াকে টপকে বেশি মুসলমানের দেশ হবে ভারত। তবে এটি তখনও একটি হিন্দু প্রধান দেশ হিসেবে থাকবে।এ সময় যুক্তরাজ্য ও ফ্রান্সে খ্রিস্টান জনগোষ্ঠী ৫০ শতাংশের নিচে নেমে আসবে। বাড়বে মুসলমান। তবে পুরো ইউরোপে ২০৫০ সাল পর্যন্ত মোট জনসংখ্যার ১০শতাংশ হবে মুসলিম। পৃথিবীর প্রতি ১০জন খ্রিস্টানের মধ্যে চারজন বাস করবে সাব সাহারা আফ্রিকার দেশগুলোতে।আর মার্কিন যুক্তরাষ্ট্রে ২০৫০সালের মধ্যে প্রতি ৫০জনের একজন হবে মুসলিম।

জনসংখ্যা বৃদ্ধির হার

  • মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা – ১৭৯ শতাংশ
  • সাব-সাহারান আফ্রিকা – ১৭০ শতাংশ
  • মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা – ৭৪ শতাংশ
  • ইউরোপ – ৬৩ শতাংশ
  • এশিয়া-প্যাসিফিক – ৪৮ শতাংশ
  • ল্যাটিন আমেরিকা – ১৩ শতাংশ

(সূত্র : পিউ রিসার্চ সেন্টার)

পিউ রিসার্চ সেন্টারের এই গবেষণার বিষয় ছিল ‘পৃথিবীর বিভিন্ন ধর্মের ভবিষ্যত’ এবং গবেষণাটিতে ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ১৯টি দেশকে অন্তর্ভূক্ত করা হয়েছিল।

সূত্র : দ্য টেলিগ্রাফ

Comment

লেখক পরিচিতি

সাজ্জাদ আকবর

আমি সাজ্জাদ আকবর- পড়াশুনা করছি মাদানী নগর মাদরাসায়। পড়াশুনার পাশাপাশি লেখালেখি করা আমার শখ ও নেশা। ইসলাম প্রতিদিনে লিখতে কন্ট্রিবিউটিং রািইটার হিসেবে।