জীবন বিধান তথ্য-প্রযুক্তি ফিচার বিধান

টিকটক ব্যবহার ও ভিডিও আপলোড করা জায়েয নাকি হারাম?

আজকাল বহু তরুণ-তরুণীকে টিকটকের প্রতি আসক্ত হতে দেখা যায়। সম্প্রতি মার্কেটে আসা এ অ্যাপটি অনেক মানুষকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে ইতিমধ্যে। বিশেষ করে তরুণ বয়সীরা সহজেই আক্রান্ত হয়ে যায় এতে। গুগল প্লে স্টোরে দেখা যায়, আলোচ্য এই অ্যাপটি ইতিমধ্যে ১০০ মিলিয়ন ডাউনলোড সংখ্যা ছাড়িয়ে গেছে। টিকটক মূলত নাচ এবং অভিনয়-নির্ভর একটি অ্যাপ। যেখানে ব্যবহারকারীরা তাদের নাচের এবং অভিনয়ের ভিডিও ছেড়ে থাকেন। কিন্তু এই বহুল প্রচারিত অ্যাপ সম্পর্কে ইসলাম কী বলে সেটা আমরা অনেকেই হয়তো জানি না।

অ্যাপটিতে ব্যবহারকারীরা প্রধানত মিউজিক এবং ড্যান্সের তালে তালে মিল রেখে ভিডিও নৃত্য ও অভিনয়ের ভিডিও আপলোড করে থাকেন। একদিকে মিউজিক এবং ড্যান্স উভয়টিই ইসলামে হারাম বা নিষিদ্ধ। অন্যদিকে নৃত্য ও অভিনয়ের আপলোড করা ভিডিও মিলিয়ন মিলিয়ন মানুষ। ইসলামী বিধানমতে, যাদের সঙ্গে দেখা করা বৈধ নয় এমন ব্যাবহারকারীদের এই নৃত্য ও অভিনয়ের ভিডিও দেখছে। যার ফলে পর্দার বিধান লঙ্ঘনের মতো ভয়াবহ পাপ সংঘটিত হচ্ছে। সুতরাং নৃত্য পরিবেশনার ও অভিনয়ের ভিডিও আপলোড করার মানসে টিকটক ব্যবহার করা সম্পূর্ণ হারাম।

যেকোনো বিষয় সেটা যখন আপনাকে আসক্ত করে তুলবে সেটি তখন ইসলামে অগ্রহণযোগ্য। আর যে জিনিসে আসক্তি রয়েছে সেটি আজ হোক কাল হোক আপনার ক্ষতি করবেই। ইতিমধ্যেই দেখা গেছে ভারতসহ এশিয়ার বেশ কিছু দেশে টিকটিক ব্যবহারকারীদের অনেকই টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে মারা গেছে। বলা যায়, যে আসক্তি মানুষকে মৃত্যু পর্যন্ত ঠেলে দেয় সেটা আসলে বৈধ হতে পারে না। আর ইসলাম সব ধরনের আসক্তিকে হারাম ঘোষণা করেছে।

এটা সত্য যে, টিকটক সাময়িকভাবে কাউকে বিখ্যাত করে তোলে। কিন্তু যখন খ্যাতি শেষ হয়ে যায় তখন মানুষটি একাকিত্ব কিংবা বিষণ্নতায় ভোগে। দেখা যায়, সোশ্যাল মিডিয়ায় সামান্য কিছু লাইক পাওয়ার জন্য মানুষজন অনেকেই অস্থির হয়ে থাকে। এটা পরিশেষে ক্ষতিই বয়ে আনে আসলে।

আরও দুঃখজনক হলেও সত্য যে, টিকটকে অনেক ছেলেকে দেখা যায় মেয়েদের পোশাক পরতে। আবার অনেক মেয়েও এখানে ছেলে সাজে নৃত্য পরিবেশন ও অভিনয়ের ভিডিও আপলোড করে। এর মাধ্যমে প্রকৃতপক্ষে সৃষ্টিতে একধরনের বিকৃতি সাধিত হয়, যা ইসলামের দৃষ্টিতে হারাম। এ ছাড়া ইসলামী বিধানমতে, ছেলেদের মেয়ের আকৃতি গ্রহণ করা এবং মেয়েদের ছেলের আকৃতি গ্রহণ করা নিষিদ্ধ।

সুতরাং ইসলামী গবেষণা মতে, টিকটকে যা কিছু হয় তার অধিকাংশই সরাসরি ইসলামের নীতিবিরোধী। ইসলামী বিধান পরিপন্থী। সুতরাং ইসলামের দৃষ্টিতে টিকটক ব্যবহার ও ভিডিও আপলোড করা হারাম। তবে হ্যাঁ, যদি কেউ এখানে কোনো ইসলামী বিধানের আলোচনা, মানুষের জন্য কল্যাণকর কোনো বিষয় মিউজিক ছাড়া আপলোড করেন এবং তার প্রচার করেন তাহলে সেটা বৈধ হবে।

তথ্যসূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন

ওকে/এমএইচ

Comment

লেখক পরিচিতি

জাহিদ হাসান মিলু

আমি জাহিদ। সরকাারি কাগজপত্রের জাহিদুল ইসলাম থেকে বেসরকারি কাগজপত্রে জাহিদ হাসান মিলু- নামের এই বিচিত্র পরিবর্তনের পেছনে একটা মিষ্টি গল্প আছে।
জন্মেছি গোপালগঞ্জ জেলার অখ্যাত গ্রাম প্রশন্নপুরে, ১৯৯৬ সালের ডিসেম্বরে। কী এক বিশেষ কারণে যেন কাগজকলমে বয়েস কমিয়ে আমাকে আরও তিনবছরের ছোটো করে রাখা হয়েছে। বাবা মা দুজনেই অক্ষর না শিখেও আমার জীবনের শ্রেষ্ঠতম স্বাক্ষর হয়ে আছেন।
অবুঝ বয়েসে পারিবারিক স্বপ্নের কারণে ভর্তি হতে পেরেছিলাম মাদ্রাসায় , আলহামদুল্লিলাহ। জীবনের সবথেকে বড় পারিবারিক গিফ্ট ছিল এটা আমার জন্য। কুরআন পড়তে শিখলাম, মুখস্থ করতে পারলাম। অর্থ জানলাম এবং ব্যাখ্যাও পড়লাম।
আমাদের পাড়ার মাদ্রাসা কুলিয়ার ভিটায় পড়ার সময় ধর্মের প্রতি আমাদের ভেতরে যে বীজটা রোপিত হয়েছিল, সেটা ডালাপাল মেলে খোলা হাওয়ায় বেড়ে ওঠার সুযোগ পায় প্রাণের প্রতিষ্ঠান এরাবিল মডেল মাদ্রাসায়। তারপর? তারপর আর কি- এখন পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগে।
দায়ী হওয়ার স্বপ্ন আমার সবথেকে বড় স্বপ্ন। স্বপ্নটি পূরণ করতেই পড়ছি, শুনছি, দেখছি, শিখছি এবং অপেক্ষা করছি।