জাতীয় সংবাদ

৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০১৯

আগামী ৮ ফেব্রুয়ারি, শুক্রবার আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ইক্বরার আয়োজনে এবং পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় ১৯তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে। শুক্রবার সকাল ৯টায় শুরু হবে এ ক্বিরাত সম্মেলন। এ বছর বাংলাদেশ, ইরান, তুরস্ক, ব্রুনাই, মালয়েশিয়া এবং মিসরের প্রখ্যাত ও বিশ্ববিখ্যাত ক্বারিরা উপস্থিত থাকবেন। সম্মেলনে আরো উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, শীর্ষস্থানীয় আলেমসহ বিশিষ্ট ব্যক্তিরা।

এবারের ক্বিরাত সম্মেলন যাদের তেলাওয়াতে মুখরিত হবে, তারা হলেন-
শাইখ ইয়াসির মাহমুদ শারকাওঈ, মিসর।
> শাইখ আব্দুর রহমান সা’দিয়ান, দক্ষিণ আফ্রিকা।
> ক্বারি হামীদ শাকেরনেজাদ, ইরান।
> ক্বারি ইয়াসার চৌহাদার, তুরস্ক।
> ক্বারি নোমান পিমবায়াবায়া, ফিলিপাইন এবং
> শাইখুল কুররা শাইখ আহমদ বিন ইউসুফ আল-আজহারি, বাংলাদেশ।

এছাড়াও ব্রুনাই, মালয়েশিয়াসহ দেশের শ্রেষ্ঠ কারিগণ এবারের ক্বিরাত সম্মেলন পবিত্র গ্রন্থ কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করবেন। ১৯তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে সভাপতিত্ব করবেন বাংলাদেশের প্রধান কারি শায়খ আহমাদ বিন ইউসুফ আল আযহারি। এবারও ক্বিরাত সম্মেলনের পৃষ্ঠপোষকতায় থাকবেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ সূফী মুহাম্মদ মিজানুর রহমান এবং সার্বিক সহযোগিতায় রয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

ইক্বরা কর্তৃপক্ষের সূত্র অনুযায়ী, রাজধানী ঢাকায় ৮ ফেব্রুয়ারি সম্মেলন শুরু হবে যা পরবর্তীতে দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হবে এবং ২৩ তারিখ সম্মেলন শেষ হবে।

Comment

লেখক পরিচিতি

ওয়ালি উল্লাহ সিরাজ

ওয়ালি উল্লাহ সিরাজ। তরুণ লেখক। আলেম ও গবেষক। দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজপোর্টালে লিখছেন। কাজ করেছেন সুনামধন্য কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে।
বর্তমানে এই তরুণ লেখক আমাদের সময়.কম অনলাইন নিউজ পোর্টালের সহ-সম্পাদক হিসেবে কাজ করছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ইসলামি বিভাগের।