জাতীয় সংবাদ

আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ : বাংলাদেশে উগ্রবাদ উস্কে দিচ্ছে? শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

লিখেছেন মনযূরুল হক

মুভ ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ ইসলামি লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ, আইনপ্রয়োগকারী সংস্থা, কূটনীতিবিদ ও সুধীজনদের সঙ্গে ‘আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ : বাংলাদেশে উগ্রবাদ উস্কে দিচ্ছে?’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাশ্মির, ফিলিস্তিন, রোহিঙ্গা, আসাম, উইঘুর, তালেবান, আইএস, শ্বেতাঙ্গ-বর্ণবাদ ও ভারত-পকিস্তান উত্তেজনাসহ আন্তর্জাতিক যেসব ঘটনাপ্রবাহ চলমান; তার ফলে বাংলাদেশের মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া দেখা দেয়, তাকে পুঁজি করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করা হয় কি না, বা তরুণরা সেখান থেকে ভুল বার্তা পেয়ে উগ্রবাদে দীক্ষিত হয় কি না– সে বিষয়ে আলোচনা হয়।

পাশাপাশি আন্তর্জাতিক এসব ঘটনার সাথে আমাদের তরুণরা কেন একাত্মতা বোধ করে, এর ফলে তারা কতটুকু উপকৃত বা ক্ষতিগ্রস্ত হয়, পড়ালেখা কিংবা ক্যারিয়ারের ক্ষতি করছে কি না, অন্যদেশের জনগণের প্রতি সহানুভূতিমূলক মিছিল-সমাবেশ করে নিজের দেশের মানুষের জীবনযাত্রা বাধাগ্রস্ত করছে কি না কিংবা তাতে করে অন্যরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে প্রভাব পড়ছে  কি না – এ বিষয়গুলো আলোচনায় উঠে আসে।

মতবিনিময় সভাটি পরিচালনা করেন মুভ ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট সাইফুল হক। এতে পুলিশের এন্টি টেররজিম ইউনিটের পুলিশ সুপার জনাব মাহিদুজ্জামান, ডিজিএফআই’র ইমামুল আরেফিন ও মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার জ্যাকব লেভিন অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করেন এসএ টিভির বার্তা প্রধান মাহমুদ আল ফয়সাল, কলামিস্ট গৌতম দাস, ঢাকা ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ইহসানুল হক যোবায়ের, ব্রাক ইউনিভার্সিটির লেকচারার সাইমুম রেজা তালুকদার, প্রথম আলোর শাঈখ উসমান গনী, দৈনিক ইত্তেফাকের মাইনুল শাহিদ, বাংলা ট্রিবিউনের নুরুজ্জামান লাবু, ইসলাম প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মাওলানা মিরাজ রহমান, ইকরা বাংলাদেশের শিক্ষক মাসউদুল কাদির, ডিস্ক ইন্টান্যাশনালের ড. তারেক মুহাম্মদ জায়েদ, ফিলিস্তিন দূতাবাসের মুহসিন মাশকুর, লেখক আসিফ সিবগত ভূঞা ও জবান.কম সম্পাদক রেজাউল করিম রনি। এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন খোলা কাগজের হাসান ওয়ালি, সময়ের আলোর আরিফ খান সা’দ, যাত্রবাড়ি জামেয়া মাদানিয়ার শিক্ষক মাওলানা রিদওয়ানুল হাসান, দৈনিক যুগান্তরের তানজিল আমির প্রমুখ।

বক্তাগণ প্রতিক্রিয়া দেখানোর মতো স্বাভাবিক পরিবেশ নেই বলেই মানুষ উগ্রবাদে জড়িত হয় বলে অভিমত ব্যক্ত করেন। কেউ কেউ প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রে নিয়ন্ত্রিত ও নিয়মতান্ত্রিক পদ্ধতির কথা বলেন। সেই সাথে প্রতিষ্ঠান হিসেবে জাতিসংঘকে শক্তিশালী করা এবং সার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মানুষকে ধর্মের চোখে না দেখে মানবিক দৃষ্টিকোণ থেকে সমানভাবে বিবেচনা করে সংক্ষুব্ধতা হ্রাসকরণের বিষয়ে পরামর্শ দেন। আলোচকরা উগ্রবাদে জড়িতদের মনস্তাত্বিক অবস্থা বিবেচনায় নিয়ে এর প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন।

Comment

লেখক পরিচিতি

মনযূরুল হক

আমি মনযূরুল হক। সার্টিফিকেটে নাম মো. মনযূরুল হক মোর্শেদ। পেশা ও নেশা লেখালেখি। পড়াশুনার পাশাপাশি কাজ করছি একটি গবেষণা প্রতিষ্ঠানে। প্রকাশিত বইয়ের সংখ্যা নিতান্তই কম না- ৭টি। ২০১৫ সালে সামওয়্যারইনব্লগে সেরা লেখা নির্বাচিত হয়ে পুরুস্কৃত হয়েছি।