জাতীয় সংবাদ

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির ঢাকা মহানগর কমিটি গঠিত

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে ওলামা-মাশায়েখ মতবিনিময় সভা ও ঢাকা মহানগর পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষ্যে রাজধানী ঢাকার মতিঝিলের পীরজঙ্গী মাদরাসায় আল্লামা আবদুল হামীদ পীর সাহেব মধুপুরের সভাপতিত্বে এক আলোচনা-সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘খতমে নবুওয়াতের কাজটা প্রত্যেক মুসলমানের। যতদিন অমুসলিম আহমাদিয়া মুসলিম জামাত নামধারী কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা না যাবে ততদিন এ ঈমানী আন্দোলনে সকলের অংশগ্রহণ করা আবশ্যক। আমরা সকল মুসলমানকে ঐক্যবদ্ধ করে এ দাবি পূরণ করে ছাড়ব ইনশাআল্লাহ।

সিরাজদিখানের পাথরঘাটা মাদরাসার মুহতামিম মুফতি আবুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের মহাসচিব মুফতি মুহাম্মদ ইমামুদ্দিন, সহ- সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ কাসেমী, মাওলানা মুহিব্বুল্লাহ আশরাফ, প্রচার সম্পাদক হাজী নাসির মাহমুদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশের আমিরে শরীয়ত মাওলানা জাফরুল্লাহ খান, বাংলাদেশ জনসেবা আন্দোলেনের চেয়ারম্যান মুফতি ফখরুল ইসলাম, মক্কীনগর মাদরাসা কেরাণীগঞ্জের মুহতামিম হাফেজ মাওলানা আহমাদুল্লাহ। এ ছাড়া সভায় গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব আলহাজ্ব মুফতি ইমরানুল বারী সিরাজী, সবার খবর সম্পাদক আবদুল গাফফারসহ ঢাকার দুই শতাধিক মুহতামিম, ইমাম ও খতিব উপস্থিত ছিলেন।

সভা শেষে ২১ সদস্যের ঢাকা মহানগর কমিটি ঘোষণা করা হয়। কমিটির দায়িত্বশীল যথাক্রমে : সভাপতি মাওলানা রশিদ আহমাদ, মুহতামিম, মেরাজনগর মাদরাসা, রায়েরবাগ। সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ সালমান, মুহতামিম, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর। মুফতি বখতিয়ার আহমাদ, মুহতামিম, মাদরাসাতুর রহমাহ উত্তরা। মাওলানা আবু আম্মার আব্দুল্লাহ, চেয়ারম্যান, সালওয়া হজ্ব গ্রুপ বাংলাদেশ, মুফতি কেফায়েতুল্লাহ আযহারী, উত্তরা। সেক্রেটারি মুফতি জসীমউদ্দিন, ইমাম ও খতিব, সার্কুলার রোড জামে মসজিদ, চকবাজার। সহ-সেক্রেটারি মুফতি হারুনুর রশীদ, মুহতামিম, জামিয়া তালিমিয়া। মাওলানা শিহাবুদ্দিন আল হুসাইনী, সভাপতি, ইত্তেহাদুল উলামা ভাটারা। সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল লতিফ ফারুকী, মুহতামিম ও শায়খুল হাদীস জামিয়া মাহমুদিয়া ভাষানটেক। সহ-সাংগঠনিক সম্পাদক হাজী নাসির মাহমুদ, মাওলানা হুসাইন আহমাদ আজমী। প্রচার সম্পাদক মাওলানা শফিক সাদী, মুহতামিম, মাদরাসাতুল হিকমাহ ধোলাইপাড়। সহ-প্রচার সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল মামুন, মুফতি আফজাল হুসাইন রাব্বানী, মুফতি খালেদ সাইফুল্লাহ নোমানী। অর্থ সম্পাদক হাজী আব্দুল খালেক, চকবাজার। সহ-অর্থ সম্পাদক মুফতি হারুনুর রশীদ ও জনাব মুক্তার হোসেন। দফতর সম্পাদক মুফতি আবদুল গাফফার ও মুফতি জাকারিয়া মাহমুদ। আইন-বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম প্রমুখ।

ওকে/এমএইচ

Comment

লেখক পরিচিতি

তামীম হুসাইন শাওন

তামীম হুসাইন শাওন— তরুণ মিডিয়াকর্মী হিসেবে পরিচিত। ঢাকার অদুরে দোহার উপজেলার বাসিন্দা। প্রাথমিক শিক্ষাজীবন শুরু গ্রামের স্কুল থেকে। ১০ বছর বয়সে নিজ ইচ্ছায় ইসলামী শিক্ষা শুরু করেন গ্রামের মাদরাসাতে। এরপর দীর্ঘ ৮ বছরের শিক্ষা জীবন কাটান গাজীপুরের একটি মাদরাসায়। ২০১৮ সালে যাত্রাবাড়ী মাদরাসা থেকে দাওরা হাদীস (মাস্টার্স) সম্পন্ন করেন। ২০১৯ সালে ইসলামী আইন নিয়ে গবেষণা (মুফতি কোর্স) সম্পন্ন করেন। কওমি মাদরাসায় অধ্যায়নরত অবস্থায় জেনারেল শিক্ষায় পর্যায়ক্রমে JDC, SSC ও HSC সম্পন্ন করেন।
২০১০ সালে মিজান জামাতে লেখাপড়ার কালে 'দৈনিক আমার দেশ' পত্রিকায় মতামত প্রকাশের মধ্যদিয়ে লেখালেখি বা সাহিত্য চর্চা শুরু করেন। এরপর সাপ্তাহিক ও মাসিক পত্রিকায়ও তার বেশকিছু লেখা প্রকাশ হয়েছে। ২০১৮-১৯ পর্যন্ত জাতীয় অগ্রযাত্রা ও অগ্রযাত্রা২৪.কম-এ স্টাফরিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষাজীবন চলাকালেই এই তরুণ আলেম ইসলামী মিডিয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন। ২০১৭ সালের ডিসেম্বরে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইসলামী মিডিয়ায় কাজ শুরু করেন। যার মাধ্যমে এখন উপস্থাপনা ও সাংবাদিকতার কাজ করে যাচ্ছেন। তিনি ইতিমধ্যে Lal Sobuj Multimedia ও QURAN amar VALOBASHA নামে দুটি ইউটিউব চ্যানেল পরিচালনা করছেন। এছাড়াও সমকালীন২৪.কম নামে একটি নিউসপোর্টালের সম্পাদক হিসেবে আছেন। গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং-এ তার দক্ষতা রয়েছে। এছাড়া যুক্ত আছেন ইসলাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার হিসেবে।