জাতীয় সংবাদ

নতুন সরকারকে আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরামের অভিনন্দন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরামের প্রেসিডেন্ট প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন। তিনি বলেন, চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নতুন পথচলায় অভিনন্দন জানাই। বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পাশাপাশি শেখ হাসিনা সরকারের সাফল্য কামনা করছি।

যুদ্ধাপরাধের যেসব অপরাধী এখনো শাস্তি পায়নি তাদের বিচার অবিলম্বে সমাপ্ত করার আহ্বান জানিয়ে অভিনন্দন বার্তায় মাওলানা মাকনুন বলেন, একাত্তরে আমাদের পূর্ব পুরুষরা এ দেশকে স্বাধীন করেছে। নিজেদের জীবন দিয়ে স্বাধীন করলেও যুগ যুগ ধরে যুদ্ধাপরাধের বিচারের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে। ১৩ জানুয়ারি ২০১৯ রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরামের প্রেসিডেন্ট প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন এসব কথা বলেন।

দল হিসেবেই জামায়াতকে নিষিদ্ধ করা সময়ের দাবি উল্লেখ করে মাওলানা মাকনুন বলেন, একাত্তরের পরাজিত শক্তি ছলেবলে কলে কৌশলে এই দেশের উন্নয়ন যাত্রাকে ব্যাহত করতে চায়। দল হিসেবেই জামায়াতকে নিষিদ্ধ করতে হবে।স্বাধীনতাবিরোধী এ শক্তিকে চিহ্নিত করতে না পারলে দেশের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করা যাবে না। নতুন সরকারের অভিজ্ঞ প্রধানমন্ত্রীর কাছে আমাদের আর্জি, আমরা দেশবিরোধীদের মূলোৎপাটন চাই। লালসবুজের এই দেশে থাকতে হলে এই দেশকে ভালোবাসতেই হবে।

সূত্র : প্রেস বিজ্ঞপ্তি

Comment

লেখক পরিচিতি

ওয়ালি উল্লাহ সিরাজ

ওয়ালি উল্লাহ সিরাজ। তরুণ লেখক। আলেম ও গবেষক। দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজপোর্টালে লিখছেন। কাজ করেছেন সুনামধন্য কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে।
বর্তমানে এই তরুণ লেখক আমাদের সময়.কম অনলাইন নিউজ পোর্টালের সহ-সম্পাদক হিসেবে কাজ করছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ইসলামি বিভাগের।

কমেন্টস করুন