ফিচার বই ভিডিও

জুমআর খুতবার সঙ্কলনগ্রন্থ— ‘মিম্বার থেকে বলছি’

Featured Video Play Icon
লিখেছেন মিরাজ রহমান

মিম্বর হলো ইমামের খুতবা প্রদানের জন্য মসজিদে স্থাপিত উচু স্থান। প্রতি সপ্তাহে শুক্রবার জুমআর নামাজের আগে খতিব সাহেব যে উচু স্থানে বসে আলোচনা পেশ করেন সেটাই মিম্বার। নবী যুগ থেকে বর্তমান কাল পর্যন্ত ইসলামের ইতিহাসে মসজিদের এই উচু স্থানটির ঐতিহ্য গুরুত্বপূর্ণ। কারণ এই মিম্বার থেকেই ধ্বনিত হয়েছে শান্তির ধর্ম ইসলামের পথে আহবানের কথা। নবী-রাসুল-সাহাবায়ে আজমাইন, তাবেঈন ও তাবে-তাবেঈনদের যুগ পেরিয়ে ইসলামের প্রতিথযশা আলেম-উলামা, পীর-মাশায়েখ ও ইমাম-খতিবগণ ইসলামের বাণী ছড়িয়েছেন মিম্বার থেকে।

আলোচ্য ‘মিম্বার থেকে বলছি’ বইটি আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ কর্তৃক প্রদত্ত জুমআর পূর্বকার বক্তৃতার লিখিত সঙ্কলন। যুগশ্রেষ্ঠ এ আলেমেদ্বীন ঢাকাস্থ চৌধুরীপাড়া ইসলামী গবেষণা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদে খতিব হিসেবে প্রতি সপ্তাহে প্রদত্ত বক্তৃতার ধারণকৃত বিপুল কালেকশন থেকে নির্বাচিত বিশেষ কিছু খুতবার সঙ্কলন।


বাংলা বইয়ের ভিডিও পরিচিতিমূলক আয়োজন— ইসলাম প্রতিদিন বুকস।

বই পরিচিতি— ২০ : মিম্বার থেকে বলছি।

মূল— মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ।

বয়ান ধারণ— শামসুর রহমান।

অনুলিখন— মাওলানা আহমাদুল্লাহ।

প্রকাশক— পাথেয় পাবলিকেশন্স।

অনলাইন থেকে বইটি কেনার লিঙ্ক— http://bit.ly/2PA4rEM 


মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ— একটি নাম। জীবন্ত একটি প্রতিষ্ঠান। ৫৬ হাজার বর্গমাইলের এই বঙ্গজমিনের সীমানা ছাপিয়ে বিশ্ব দরবারে যে কয়জন বাঙালি আলেমেদ্বীনের কর্মযজ্ঞ স্বীকৃতি লাভ করেছে; যেকজন বাঙালি আলেমেদ্বীন বিশ্বপরিমন্ডলে পরিচিতি ও প্রসিদ্ধি লাভ করেছেন আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ তাদের অন্যতম একজন। বাংলাদেশের জন্ম পূর্ববর্তী সময় থেকে বর্তমান কাল পর্যন্ত বহু ইতিহাসের সাক্ষী আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ। ইতিহাসের বহু উত্থান-পতন দেখেছেন তিনি। অবদান রেখেছেন বহু ইতিহাস বিনির্মাণেও। বিশেষত বাংলাদেশে ইসলাম চর্চাগত উন্নয়নে এবং আলেম-উলামাদের চিন্তাগত উৎকর্ষতা অর্জনে তার অবদান অতুলনীয়। হজতের জীবন যেমন অভিজ্ঞতাপূর্ণ, তার আলোচনাও তেমন দরদমাখা। মাওলানা মাসউদের প্রতিটি আলোচনায় পাঠকমাত্র খুঁজে পাবেন ইলমে ইলাহী সন্ধান এবং নববী আদর্শের ঘ্রাণ।

গোটা বইটিকে মোট সাতটি অধ্যায় বা ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম অধ্যায়ে স্থান লাভ করেছে তাওহীদ বিষয়ক বক্তৃতা। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে সীরাতবিষয়ক আলোচনা। তৃতীয় অধ্যায়ে স্থান লাভ করেছে আত্মোপলব্ধি ও ইবাদত  বিষয়ক আলোচনা। চতুর্থ অধ্যায়ে রয়েছে অর্থনীতি ও সমাজচিন্তা। পঞ্চম অধ্যায়ে স্থান পেয়েছে ধর্মতত্ত্ববিষয়ক আলোচনা। ষষ্ঠ অধ্যায়টি পর্যালোচনাবিষয়ক আলোচনায় সমৃদ্ধ এবং সপ্তম অধ্যায়ে রয়েছে জীবন দর্শন।

বইটি প্রকাশ করেছে পাথেয় পাবলিকেশন্স। মোট পৃষ্ঠা সংখ্যা ৪৪৮। মুদ্রিত মূল্য ৪০০ টাকা। হজরতেরে বক্তৃতাগুলো ধারণ করেছেন শামসুর রহমান এবং অনুলিখন করেছেন মাওলানা আহমাদুল্লাহ। প্রচ্ছদ করেছে কাজি যুবাইর মাহমুদ। ২০০৮ সালে বইটি প্রথম প্রকাশিত হয়েছে এবং ২০১৮ সালে প্রকাশিত হয়েছে তৃতীয় সংস্করন। বইটি কিনতে চাইলে ১২৭/এ/১ চৌধুরীপাড়ায় অবস্থিত পাথেয় পাবলিকেশন্সের অফিস থেকে ক্রয় করতে পারেন অথবা কল করতে পারেন ০১৭৭৭৪৪৭৭২৪ এই নাম্বারে। এছাড়া ঘরে বসে বইটি পেতে চাইলে অর্ডার করুন রকমারি.কমে

Comment

লেখক পরিচিতি

মিরাজ রহমান

গতানুগতিক ধারার বাইরে থেকে কাজ করে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন মিরাজ রহমান। পেশায় পুরোদস্তুর একজন সাংবাদিক হলেও কেবল ইসলামকে ঘিরেই আবর্তিত তার ধ্যান-জ্ঞান। দৈনিক পত্রিকার ইসলাম পাতায় লেখালেখি থেকে তিনি পরিচিত হয়ে উঠেছেন বটে, কিন্তু একসময় শিল্প চর্চায়ও ছিলেন বেশ মনোযোগী।
মিডিয়ায় সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন যখন, তখনও তিনি ছাত্র। মাদানিনগর মাদরাসার কাফিয়া জামাতের (শ্রেণি) শিক্ষার্থী থাকা অবস্থায় কণ্ট্রিবিউটর হিসেবে প্রথম কাজ শুরু করেন দৈনিক যুগান্তরে। ধারালো লিখনী শক্তি অল্পদিনের মধ্যে পরিচিত করে তোলে তাকে। দেশের জাতীয় দৈনিক পত্রিকার প্রায় সবগুলোতেই ইসলামবিষয়ক কলাম ও ফিচার লিখেছেন দীর্ঘ সময়। জাতীয় প্রিন্ট মিডিয়াগুলোতে তার অন্তত দুই সহস্রাধিক প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হয়েছে।
মিরাজ মূলত পড়াশুনা করেছেন কওমি শিক্ষাধারায়, এর পাশাপাশি তিনি জেনারেল শিক্ষাধারায়ও পড়াশুনা করছেন। সহ-সম্পাদক হিসেবে প্রথম যোগদান করেন দৈনিক ডেসটিনি পত্রিকায়। সেখান থেকে দৈনিক কালের কণ্ঠে। দেশে-বিদেশে অনলাইন গণমাধ্যমের জয়যাত্রা শুরু হলে মিরাজ ইন্টারনেট জগতকে ইসলাম প্রচারের জন্য সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্র বিবেচনা করে অনলাইনেই গাঁটছাড়া বাঁধেন। দেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামবিষয়ক অনলাইন পোর্টাল প্রিয়.কমের ‘প্রিয় ইসলাম’-এর সৃষ্টি ও পথচলার সূচনা তারই হাতে। দীর্ঘদিন কাজ করেছেন প্রিয়.কমের প্রিয় ইসলাম বিভাগের এডিটর ইনচার্জ। সর্বশেষ কর্মরত ছিলেন দৈনিক বাংলাদেশের খবরের ফিচার ইনচার্জ হিসেবে।
টেলিভেশনে অনুষ্ঠানের উপস্থাপনা ও আলোচনার সঙ্গেও ইতিমধ্যে যুক্ত হয়েছেন মিরাজ রহমান। পরিচালনা করেছেন বেশ কিছু অনুষ্ঠানও। এসো কলম মেরামত করি, ছোটদের নবী-রাসূল সিরিজ, তাবলিগী জামাতের পৃষ্ঠপোষক-মুরুব্বি ছিলেন যাঁরা, শরয়ী পর্দার বিধান, আশিক মিন ফিলিস্তিন, নারী তুমি সৌভাগ্যবতী ও হালাল ব্যবসা ও হালাল অর্থনীতির কথকতাসহ বেশ কিছু আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থেও জনক তিনি। বর্তমান তিনি ইসলাম প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক এবং দ্য সুলতান প্রকাশনীর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।