ফিচার বই

আলেম সাংবাদিক ওমর শাহ’র প্রথম প্রবন্ধগ্রন্থ— যে জীবন আসমানের

রাত গভীর। আপনি একাকি ঘুমিয়ে আছেন। চারপাশ অন্ধকার। কোনো কোলাহল নেই। সাড়া শব্দ নেই। হঠাৎ জেগে উঠলেন। চোখে ঘুমের ঘোরও নেই। অন্ধকার ছাড়া কিছু দেখতেও পেলেন না। উঠে বসবেন তাও মন সায় দেয়নি। আলো জ্বালাবেন? প্রয়োজন নেই। ভাবনায় পড়লেন। ভাবনার সাগরে জীবন-মৃত্যু। কবর। পরকাল। হাশর। পুলসিরাত। জান্নাত। জাহান্নাম। কোন পথের যাত্রী আমি? এ জীবনকে কোন পথে নিয়ে যাচ্ছি? এ জীবনের আমানত কতোটুকু রক্ষা করছি? কেন এলাম এ পৃথিবীতে?

যে মনে সামান্য ইমানের আলো তার মনে এমন ভাবনা অমূলক কিছু নয়। জীবনের নানা পথে, নানা পাঠে এমন ভাবনা প্রায়ই উদয় হয়। মনের জানালায় এমন শত ভাবনার বসবাস। ভাবনার প্রথম প্রশ্ন জীবন কী? জীবনের অর্থ কী? এমন প্রশ্নের ব্যাখ্যা দেওয়া হয়েছে গদ্যশিল্পী ও আলেম সাংবাদিক ওমর শাহ’র প্রথম প্রবন্ধগ্রন্থ ‘যে জীবন আসমের’ বইয়ে।

এছাড়াও সাতপ্যাঁচে জড়িয়ে যারা ইসলামকে জানতে আগ্রহী নন, তাদের জন্যই লেখা ‘যে জীবন আসমানের’। সব ধরনের জটিলতা এড়িয়ে তিনি ইসলামকে সরল সাবলীল ভাষার উপস্থাপন করেছেন। ‘যে জীবন আসমানে’র বইটিতে চল্লিশটির মতো বিষয় স্থান পেয়েছে যেমন— ঈমানের সম্পদে সাজাও জীবন!, মন এক দেহঘরি, মনের ঘরে শান্তি পেতে, যিকিরে আত্মার শান্তি, সমালোচনা থেকে আত্মসমালোচনাই উত্তম, মন রাখুন ইতিবাচক, হিংসায় কর্ম নষ্ট হয়, অপচয় রিজিক কমিয়ে দেয়, সময় গেলে সাধন হবে না, ঘরের দেয়ালে চিত্রশিল্প : কী বলে ইসলাম, ওরাল সেক্স  ও ইসলাম, কবিতা আবৃত্তি হারাম নয়, ভ্রমণে খুঁজুন স্রষ্টাকে। এছাড়াও রয়েছে চমৎকার সব বিষয়। বইটি হাতে নিলে ইসলামকে নতুনভাবে জানতে আগ্রহী হয়ে উঠছেন সাধারণ মহল। পত্র-পত্রিকায় তরুণ লিখিয়েদের জন্যও বইটি হবে পথ নির্দেশক। ওমর শাহ’র ঝরঝরা গদ্য ও শৈল্পিক বর্ণনায়ও তরুণদের কাছে বইটি জনপ্রিয় হয়ে উঠেছে।

বইটি সম্পর্কে লেখক বলেন, এ দেশের ধর্মপ্রাণ সাধারণ মানুষদের ইসলামের প্রতি আবেগ ও ভালোবাসাকে উপলব্ধি করেই বইটি লেখায় হাত দিয়েছি। বাংলায় ভাষায় ইসলাম নিয়ে অগণিত বই রচনা হলেও সুশীল সমাজের কাছে এসব বই নানা সীমাবদ্ধতার কারণে সহজেই পৌঁছতে পারে না। নানা অজুহাতে ইসলামি প্রকাশনাগুলোও বইমেলায় স্থান পায় না। যার কারণে মানুষ বইমেলার বই বলতে গল্প উপন্যাস ও কবিতাকেই বুঝে। ইসলামকে লিখনির মাধ্যমে মানুষের দৌড় গোড়ায় পৌঁছানের জন্য আমি বইমেলাকেন্দ্রিক প্রকাশনাগুলোর কাছে গিয়েছি। তারাও ব্যাপক উৎসাহ নিয়ে এ বইটি প্রকাশে উদ্যোগ নিয়েছে। আলহামদুলিল্লাহ! ইতোমধ্যেই বইটি সাড়া পড়েছে সাধারণ পাঠক মহলে। ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে বাংলা ভাষায় আমাদের আরও কাজ করতে হবে। আলেম লিখিয়েরা মেলাকেন্দ্রিক লেখালেখি করলে একুশে বইমেলা একদিন ধর্মীয় বইয়েরও জয়জয়কার হবে বলে আমার বিশ্বাস।

বইয়ের নাম : যে জীবন আসমানের। লেখক : ওমর শাহ। প্রচ্ছদ : মোস্তাফিজ কারিগর। প্রকাশক : পড়প্রকাশ। প্রথম প্রকাশ : একুশে বইশেলা-২০১৯। বইমেলা পরিবেশক : বাংলার প্রকাশন। মুদ্রিত মূল্য : ২০০। বইটি রকমারি.কম ও সালামবিডিসহ দেশের সকল অনলাইন বুকশপে পাওয়া যাচ্ছে। বইটি কিনতে কল করুন ০১৫১১ ৮০৮ ৯০০, ০১৮১৭১১৩৬২৪ এই নাম্বারে।

Comment

লেখক পরিচিতি

ওয়ালি উল্লাহ সিরাজ

ওয়ালি উল্লাহ সিরাজ। তরুণ লেখক। আলেম ও গবেষক। দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজপোর্টালে লিখছেন। কাজ করেছেন সুনামধন্য কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে।
বর্তমানে এই তরুণ লেখক আমাদের সময়.কম অনলাইন নিউজ পোর্টালের সহ-সম্পাদক হিসেবে কাজ করছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ইসলামি বিভাগের।