লেখক- মোহাম্মদ আবদুর রহীম

লেখক- আমি মোহাম্মদ আবদুর রহীম, বাণিজ্য নগরী খুলনার সবচেয়ে বড় মহল্লা টুটপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৮ সালের জুন মাসে জন্মেছি। তবে সার্টিফিকেটে তারিখ ভিন্ন। কিছু স্মৃতিতে রাখার আগেই মাকে হারিয়ে চাচির হাতে বড় হয়েছি। তিনি আমাকে মানুষ হতে পথ দেখিয়েছেন, সংগ্রাম করতে ও অধিকার আদায়ের মনোবল জুগিয়েছেন। পরিবারের ঐতিহ্য অনুযায়ী দীনি ইলিম শিখতে খুলনা আলিয়া মাদরাসায় ভর্তি হয়েছি। শৈশব থেকে ছবি আঁকা ও ক্যালিগ্রাফির প্রতি প্রবল আকর্ষণে খুলনা শিশু একাডেমিতে ও বাশের কঞ্চির কলম দিয়ে মাদরাসার ওস্তাদের কাছে ক্যালিগ্রাফি শিখেছি। ঢাকায় এসে গত শতকের ৯০ দশকের প্রথমদিকে ওস্তাদ শহীদুল্লাহ ফজলুল বারী (রহ.) কাছে ক্যালিগ্রাফির মূল খতগুলো শেখার পর সনদ লাভ করেছি। এছাড়া তুরস্কের ফেরহাত কারলু, ইরানের আলী ফারাসাতি, সিদাঘাত জাব্বারি ও মাহবুবে পুররহিমীর কাছেও ক্যালিগ্রাফির শিক্ষা লাভ করেছি। এরপর ২০০৯ ও ২০১০ সালে ইরান ও আলজেরিয়ায় ক্যালিগ্রাফির ফেস্টিভ্যালে সরকারি সফরে গিয়ে পুরস্কার পেয়েছি। ২০১২ ও ২০১৩ সালে আইসেসকো ও ইরসিকা, তুরস্ক থেকে পুরস্কার পেয়েছি। হাজারের বেশি সংখ্যক ক্যালিগ্রাফি শিল্পকর্ম করা হয়েছে। ক্যালিগ্রাফি বিষয়ে শতাধিক লেখা পত্রপত্রিকা ও গবেষণা জার্নালে প্রকাশিত হয়েছে। ক্যালিগ্রাফি বিষয়ক ছয়টি (একটি ম্যানাসক্রিপ্ট) বই প্রকাশিত হয়েছে। দেশে বিদেশে প্রায় অর্ধশত প্রদর্শনীতে অংশগ্রহণ করেছি। এছাড়া টিভি চ্যানেলে ২০০৮ সালে আমার স্ক্রিপ্টে একটি ক্যালিগ্রাফি ডকুমেন্টারি প্রচারিত হয়েছে। ২০০৬ সালে ক্যালিগ্রাফ আর্ট নামে একটি পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেছি। দুই দশক ধরে ক্যালিগ্রাফি বিষয়ে শিক্ষকতা পেশায় আছি। ২০১৮ সালে ক্যালিগ্রাফি বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা থেকে এমফিল ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে একই বিশ্ববিদ্যালয় থেকে ক্যালিগ্রাফি বিষয়ে পিএইচ.ডি ফেলো হিসেবে গবেষণা কর্মে রত আছি।

জীবনী স্কলারস

আরবি ক্যালিগ্রাফির জনক কে?

আমরা প্রায়ই একটা প্রশ্নের সম্মুখীন হই। সেটা হলো—কার মাধ্যমে ক্যালিগ্রাফির মূল যাত্রা শুরু হয়েছে...