ফিচার বই ভিডিও

তিন খণ্ডে সমাপ্ত অনন্য এক তাফসীরগ্রন্থ—‘তাফসীরে তাওযীহুল কুরআন’

Featured Video Play Icon

একজন মুসলিম হিসেবে সবার আগে শুদ্ধভাবে কুরআন পড়তে শিখতে হবে, পড়তে হবে এবং অধ্যয়ন করতে হবে—এটি খুবই জরুরি। এরপরের কাজ হচ্ছে কুরআন বোঝার চেষ্টা করা। পবিত্র কুরআনে মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন, ‘হে নবী, এটি এক বরকতময় কিতাব, যা আমি আপনার প্রতি এ জন্য নাজিল করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহে চিন্তা-ভাবনা করে এবং বোধসম্পন্ন ব্যক্তিগণ উপদেশ গ্রহণ করে।’ (সুরা সাদ, আয়াত : ২৯)

পবিত্র কুরআন বুঝে পড়তে হলে তাফসীরগ্রন্থের সহযোগিতা গ্রহণ করতে হবে। আরবি ভাষায় নাজিল হওয়া কুরআনের বিভিন্ন ভাষার তাফসীর রয়েছে। বাংলা ভাষাতেও এর ব্যতিক্রম নয়। বাংলা ভাষায় বহু তাফসীরগ্রন্থ রচিত হয়েছে এবং সমাদৃত হয়েছে। বাংলাতে যেসব তাফসীরগ্রন্থ প্রকাশিত হয়েছে—সেগুলো কিছু বিশদ আকারের আবার কিছু গ্রন্থ সংক্ষিপ্ত। বাংলা ভাষায় রচিত সংক্ষিপ্ত তাফসীরগ্রন্থের তালিকায় তাফসীরে তাওযীহুল কুরআন অন্যতম একটি। মোট তিন খণ্ডে বাংলায় অনূদিত এই তাফসীরগ্রন্থটির মূল রচয়িতা বা লেখক শাইখুল ইসলাম মুফতী তাকী উসমানী। পাকিস্তানের একজন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব তিনি। বর্তমানে সারা বিশ্বে ইসলামী অর্থনীতিতে সক্রিয় স্কলারদের মধ্যে তিনি অন্যতম। কোরআনের তাফসিরসহ হাদিস, ইসলামী অর্থনীতি, ইসলামী ফিকাহসহ বিভিন্ন বিষয়ে অসংখ্য কিতাব লিখেছেন আল্লামা তাকী উসমানী। ১৯৮০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় শরিয়াহ আদালতের এবং ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের বিচারকও ছিলেন প্রতিথযশা এই স্কলার।

সরাসরি মূল লেখকের হাতে লেখা অনুমতি নিয়ে বাংলা ভাষায় গ্রন্থটি প্রকাশের ব্যবস্থা গ্রহণ করেছে মাকতাবাতুল আশরাফের স্বত্বাধিকারী মাওলানা হাবীবুর রহমান খান। সংক্ষিপ্ত তাফসীরগ্রন্থ হলেও তাফসীরে তাওযীহুল কুরআন সিরিজটির বেশ কিছু বিশেষত্ব রয়েছে। প্রতিটি সুরার পরিচিতিসহ শানে নুজুল তুলে ধরা হয়েছে এবং প্রতিটি আয়াতের সহজ-সরল বাংলা অনুবাদের পাশাপাশি প্রতিটি খণ্ডের পাতায় পাতায় সংযুক্ত করা হয়েছে প্রয়োজনীয় টীকা-পাদটীকা ও সারমর্মভিত্তিক ব্যাখ্যা। এ ছাড়া তাফসীর সিরিজটির প্রথম খণ্ডের প্রারম্ভে মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়াহর আমীনুত তালীম মাওলানা আব্দুল মালেক সাহেবের একটি ভূমিকা এবং কুরআন বোঝার চেষ্টা : কিছু নিয়মকানুন শিরোনামের প্রবন্ধটি পাঠক মহলের আস্থা বৃদ্ধির পাশাপাশি গ্রন্থটির মান বৃদ্ধির নেপথ্যে বেশ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।


বই পরিচিতি— ২৭ : তাফসীরে তাওযীহুল কুরআন।

মূল রচয়িতা—শাইখুল ইসলাম আল্লামা তাকী উসমানী।

বাংলাতে অনুবাদ—মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম।

প্রকাশক—মাকতাবাতুল আশরাফ।

অনলাইন থেকে বইটি কেনার লিংক— http://bit.ly/31y5jvk

বইটি কিনতে চাইলে কল করুন—০১৮৫৬১৪৪৪৪১ এই নম্বরে।


প্রথম খণ্ডটি ৬৪০ পৃষ্ঠায় সমাপ্ত হয়েছে। মুদ্রিত মূল্য ৬৭০ টাকা। প্রথম খণ্ডে সুরা ফাতেহা থেকে সুরা তাওবা পর্যন্ত মোট ৯টি সুরার বাংলা অনুবাদ ও তাফসীর রয়েছে। দ্বিতীয় খণ্ডটি ৬০৮ পৃষ্ঠায় সমাপ্ত হয়েছে। মুদ্রিত মূল্য ৬৭০ টাকা। এই খণ্ডে সুরা ইউনুস থেকে সুরা আনকাবুত পর্যন্ত মোট ২০টি সুরার বাংলা অনুবাদ ও ব্যাখ্যা রয়েছে। তৃতীয় খণ্ডটি ৬৯৫ পৃষ্ঠায় সমাপ্ত হয়েছে। মুদ্রিত মূল্য ৭৯০ টাকা। এই খণ্ডে সুরা রুম থেকে সুরা নাস পর্যন্ত মোট ৮৫টি সুরার বাংলা অনুবাদ ও ব্যাখ্যা রয়েছে। তিন খণ্ডে সর্বমোট ১১৪টি সুরার বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা রয়েছে। প্রতিটি খণ্ড আলাদা আলাদাভাবে এবং একসঙ্গে তিন খণ্ড ক্রয় করা যাবে। তবে তিন খণ্ড একসঙ্গে ক্রয়ের ক্ষেত্রে বিশেষ ছাড় রয়েছে।

পবিত্র কুরআন শুদ্ধভাবে পড়তে শেখার পর সহজে বাংলা ভাষা কুরআন বুঝে অধ্যয়ন করার জন্য খুবই সহায়ক একটি গ্রন্থ তাফসীরে তাওযীহুল কুরআন। পবিত্র কুরআনুল কারিমের সহজ বাংলা তরজমা ও সংক্ষিপ্ত তাফসীরগ্রন্থ। নারী-পুরুষ, ছেলে-বুড়ো সবারই এই গ্রন্থটি পড়া উচিত। গ্রন্থটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন পলিটেকনিক ইন্সটিটিউট জামে মসজিদের ইমাম ও খতিব এবং ঢাকার মুহাম্মদপুরস্থ জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মাদরাসার শাইখুল হাদীস মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম।

২০১৫ সালে এই তাফসীরগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। বর্তমানে সংশোধিত সপ্তম মুদ্রণ বাজারে পাওয়া যাচ্ছে। তাফসিরে তাওযীহুল কুরআন গ্রন্থটির প্রকাশনা, বাঁধাই এবং সার্বিক উপস্থাপনার ক্ষেত্রে মাকতাবাতুল আশরাফ তাদের স্লোগানকে শতভাগ সত্য বলে প্রমাণ করেছে। বইটি প্রকাশ করেছে মাকতাবাতুল আশরাফ। বইটি কিনতে চাইলে বাংলাবাজারের ইসলামী টাওয়ারে অবস্থিত মাকতাবাতুল আশরাফের দোকান থেকে কিনতে পারেন অথবা কল করতে পারেন ৯৫৮৯৩০৮ বা ০১৭১২ ৮৯৫৭৮৫। অনলাইন থেকে ক্রয় করতে ভিজিট করুন www.maktabatulashraf.com এই ঠিকানায়। এ ছাড়া ঘরে বসে বইটি ক্রয় করতে চাইলে অর্ডার করুন রকমারি.কমে

ওকে/এমএইচ

Comment

লেখক পরিচিতি

তামীম হুসাইন শাওন

তামীম হুসাইন শাওন— তরুণ মিডিয়াকর্মী হিসেবে পরিচিত। ঢাকার অদুরে দোহার উপজেলার বাসিন্দা। প্রাথমিক শিক্ষাজীবন শুরু গ্রামের স্কুল থেকে। ১০ বছর বয়সে নিজ ইচ্ছায় ইসলামী শিক্ষা শুরু করেন গ্রামের মাদরাসাতে। এরপর দীর্ঘ ৮ বছরের শিক্ষা জীবন কাটান গাজীপুরের একটি মাদরাসায়। ২০১৮ সালে যাত্রাবাড়ী মাদরাসা থেকে দাওরা হাদীস (মাস্টার্স) সম্পন্ন করেন। ২০১৯ সালে ইসলামী আইন নিয়ে গবেষণা (মুফতি কোর্স) সম্পন্ন করেন। কওমি মাদরাসায় অধ্যায়নরত অবস্থায় জেনারেল শিক্ষায় পর্যায়ক্রমে JDC, SSC ও HSC সম্পন্ন করেন।
২০১০ সালে মিজান জামাতে লেখাপড়ার কালে 'দৈনিক আমার দেশ' পত্রিকায় মতামত প্রকাশের মধ্যদিয়ে লেখালেখি বা সাহিত্য চর্চা শুরু করেন। এরপর সাপ্তাহিক ও মাসিক পত্রিকায়ও তার বেশকিছু লেখা প্রকাশ হয়েছে। ২০১৮-১৯ পর্যন্ত জাতীয় অগ্রযাত্রা ও অগ্রযাত্রা২৪.কম-এ স্টাফরিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষাজীবন চলাকালেই এই তরুণ আলেম ইসলামী মিডিয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন। ২০১৭ সালের ডিসেম্বরে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইসলামী মিডিয়ায় কাজ শুরু করেন। যার মাধ্যমে এখন উপস্থাপনা ও সাংবাদিকতার কাজ করে যাচ্ছেন। তিনি ইতিমধ্যে Lal Sobuj Multimedia ও QURAN amar VALOBASHA নামে দুটি ইউটিউব চ্যানেল পরিচালনা করছেন। এছাড়াও সমকালীন২৪.কম নামে একটি নিউসপোর্টালের সম্পাদক হিসেবে আছেন। গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং-এ তার দক্ষতা রয়েছে। এছাড়া যুক্ত আছেন ইসলাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার হিসেবে।