জাতীয় সংবাদ

বাংলাদেশে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে : ওআইসি

বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড কজায় রেখে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে মত প্রকাশ করেছেন ইসলামী সহযোগীতা সংস্থা (ওআইসি)-এর পর্যবেক্ষক দল। রোববার রাজধানী ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনে এ মতামত জানানো হয়।

পর্যবেক্ষক দলের দলনেতা মনে এ এম বি হামেদ বলেছেন, নির্বাচনের ভিত্তি তিনটি। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যতা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ৩ উপাদানের উপস্থিতি ছিলো বলে মনে হয়েছে তাদের কাছে।

তিনি আরো বলেন, তাদের দেখা মতে অন্তত ৫০ শতাংশ ভোট গৃহীত হয়েছে। তারা যে সব কেন্দ্রে গিয়েছেন, সেসব কেন্দ্রের পোলিং অফিসাররা তাদের ব্যালট বই প্রদর্শন করেছেন। এসব বই এর মধ্যে অধিকাংশরই পাতা অর্ধেকের বেশি ব্যবহৃত ছিলো। এর ভিত্তিতেই তারা একথা বলছেন বলেও তিনি নিশ্চিত করেন।

তারা জানান, ওআইসি ভালো সরকার ব্যবস্থায় বিশ্বাস করে, আর বিশ্বাসযোগ্য নির্বাচন ছাড়া তা সম্ভব নয়।

 

Comment

লেখক পরিচিতি

ইসলাম প্রতিদিন

ইসলাম প্রতিদিন- এটি ইসলাম প্রতিদিন.কমের একটি অফিসিয়াল আইডি। যাদের নামে ইসলাম প্রতিদিনে কোনো আইডি নেই, আমরা সাধারণত এই আইডির মাধ্যমে তাদের লেখাগুলো ইসলাম প্রতিদিন.কমে প্রকাশ করে থাকি।

কমেন্টস করুন